শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রশাসন ১৫৫ জন ব্যক্তির মাঝে রঙ্গিন পাকা বাড়ির চাবি হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রী ও উন্নয়নের জাদুকর শেখ হাসিনা কর্তৃক বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের ঘর হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করার পর পীরগঞ্জ উপজেলা প্রশাসন ১৫৫ জন ব্যক্তিকে রঙ্গিন পাকা বাড়ির চাবি হস্তান্তর করেন। ৪র্থ পর্যায়ের এ উপজেলায় ৩৫৩ টি রঙ্গিন পাকা বাড়ির কাজ চলমান রয়েছে। এসব বাড়ির মধ্যে ১৫৫ জনকে চাবি হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ঘরের কাজ চলমান রয়েছে।
হস্তান্তরের সময় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুবিধাভোগী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির জানান, ১৫৫ টি ঘরের আরো অধিকতর তদন্ত করা হবে। এদের মধ্যে কারো জমি অথবা বসতবাড়ি থাকলে তাদের বরাদ্দ বাতিল করা হবে। ওইদিন বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল আলিম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান ও সরকারি উদ্ধর্তন কর্মকর্তারা পীরগঞ্জে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প পরিদর্শন করেছেন।