শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ হত্যা মামলার মূল আসামীকে বুধবার ঢাকা থেকে গ্রেফতার করেছে।
পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের দিনমজুর জয়নদ্দীন ওরফে টুরানা (৪৫) কে একই গ্রামের কামরুজ্জামান ও তার লোকজন ২০০ টাকার মজুরির জন্যে জয়নদ্দীনের সাথে ঝগড়ার সৃষ্টি করে। জয়নদ্দীন কামরুজ্জামানের জমিতে সরিষা কাটার পর মজুরি চাইলে কামরুজ্জামান তাকে ২০০ টাকা কম দেয়। জয়নদ্দীন ২০০ টাকা কম না নিতে চাইলে, কামরুজ্জামান ও তার লোকজন ওই সময় জয়নদ্দীনকে বেধড়ক মারপিট করে এবং গলা চিপে শ^াসরোধ করে তাকে হত্যা করে। সম্প্রতি এই ঘটনাটি এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামী কামরুজ্জামান (২৯) পলাতক থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাবুর আলী সরদার তাকে গ্রেফতার করার জন্যে হণ্যে হয়ে তাকে খুঁজছে।
অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কামরুজ্জামান। তাকে বুধবার ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।