Type Here to Get Search Results !

শিক্ষানগরী চিরিরবন্দরে নতুন অধ্যায়ের সূচনা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের শিক্ষানগরী উপজেলা চিরিরবন্দরে নতুন অধ্যায়ের শুভ সূচনা হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলীতে এবি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ডাঃ আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু উপলক্ষে ২০২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা- ইন- ইন্জিনিয়ারিং নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যাক্ষ ইন্জিনিয়ার মোঃ মোসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেনা-বাকি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ডীন ও অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইন্জিনিয়ার মোঃ আহছান হাবিব,এবি ফাউন্ডেশনের চীফ কো- অর্ডিনেটর জয়ন্ত কুমার রায় ও ডিএপিআইএএস ইন্জিনিয়ার অধ্যক্ষ মোঃ তালাল ওয়াসিম, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী মন্ডল, প্রমূখ। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, জীবনের এক ধাপ পেরিয়ে আরেক ধাপে পদার্পণ তোমাদের। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। কারণ কারিগরী শিক্ষায় বেকারত্ব কমবে।
এই বিষয়ে গুরুত্ব দিয়েই শিক্ষানগরী চিরিরবন্দরে আমরা নতুন যাত্রা শুরু করলাম। এতে নতুন দিগন্তের সূচনা হল। যার ফলে কারিগরি শিক্ষার সাথে এই অঞ্চলের যুবকদের কর্মসংস্থান হবে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে কম্পিউটার ও সিভিল বিষয় শিক্ষার্থী ভর্তি ও পাঠদান শুরু হয়েছে।
বিভাগ