Type Here to Get Search Results !

চিলাহাটিতে নরমাল ডেলিভারিতে গৃহবধূর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি'র ভোগডাবুড়ি ইউনিয়নে গোসাইগঞ্জ শামীম ফার্মেসীতে জরায়ুর মুখ কেটে নরমাল ডেলিভারি করতে গিয়ে রক্ত খননে সোনালী আক্তার(২৫) এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোনালী চিলাহাটির ভোগডাবুড়ি ইউনিয়নের গিরিয়ারডাঙ্গা এলাকার আব্দুল মজিদের স্ত্রী। 
পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার রাত ১০টায় সোনালীর প্রসব বেদনা শুরু হলে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেওয়া হয়।
পথিমধ্যে গোসাইগঞ্জ বাজারে শামীম ফার্মেন্সির মালিক সুইটি আক্তার তাদেরকে আটকিয়ে তার ফার্মেসিতে নরমাল ডেলিভারি করার পরামর্শ দিয়ে তাদেরকে আটক করে। সেখানে নরমাল ডেলিভারি করতে গিয়ে জ্বরায়ুর মুখ কেটে একটি মেয়ে সন্তান প্রসব করে। এদিকে সোনালীর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাত ২টায় তার মৃত্যু ঘটে।
শামীম ফার্মেসীর মালিক সুইটি আক্তার চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন- বাড়িতেই সোনালীর পানি পড়ে যাওয়ার পর সোনালী কে আমার কাছে নিয়ে আসা হয়েছে। রাত ২টার পর তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে বোড়াগাড়ি হাসপাতালে রেফাট করা হয়েছে।