Type Here to Get Search Results !

চিলাহাটিতে দিবাকালীন ট্রেনের দাবিতে মানববন্ধন


আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত দিবাকালীন আরেকটি আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সুশীল সমাজ ও সাংবাদিকরা।
আজ মঙ্গলবার দুপুরে অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম পাঠক ফোরাম, চিলাহাটি প্রেসক্লাব এবং চিলাহাটি সু-মিতা সংস্কৃতিক পরিষদ এর ব্যানারে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মনজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিলাহাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জুয়েল বসুনীয়া, সহ-সভাপতি মাহবুবুল আলম ওহাবুল,সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, সিনিয়র সাংবাদিক এ.আই পলাশ, সমাজসেবক মহাব্বত হোসেন বাবু, সু-মিতা সংস্কৃতিক পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, রাশেদুল করিম তুষার, ফেসবুক ভিত্তিক গ্রুপ চিলাহাটি আমাদের চিলাহাটির সদস্য শরিফ বিল্লাহ, সেসটেভ এর নির্বাহী পরিচালক রুবাইয়াত হোসেন ডন, জাতীয় শ্রমিকলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া। মানববন্ধন শেষে রাজশাহী গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিকে ১০ মিনিট থামিয়ে রাখা হয়।