শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিস কর্তৃপক্ষ বুধবার নকল নবিশদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। তাদের কর্ম দক্ষতা বৃদ্ধি করা, জনগণকে হয়রানি মুক্ত সেবা প্রদান করা ও সাব-রেজিষ্ট্রী অফিসের সুনাম অক্ষুণ রাখার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
ঠাকুরগাঁও জেলা রেজিষ্ট্রার ও কৃষিবিদ মোঃ নূর নেওয়াজ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করা সহ নকল নবিশদের প্রশিক্ষণ দেন। সেই সাথে পীরগঞ্জ সাব-রেজিষ্ট্রার মোঃ আব্দুর রশিদ রিসোর্স পার্সন হিসেবে নকল নবিশদের প্রশিক্ষন দেন। ওই সময় দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, অফিস স্টাফ মোঃ ভুট্টু, আশরাফুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।