Type Here to Get Search Results !

পীরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সব সময়’’ এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার পীরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন শহরে বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শন করা সহ আলোচনা সভার আয়োজন করেন। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পীরগঞ্জ সার্বিক সহযোগিতা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ভূমিকম্প ও বিভিন্ন ধরনের অগ্নিকান্ডকে মুহুর্তের মধ্যেই প্রতিরোধ করার ব্যবস্থা সম্পর্কে জনগণকে বাস্তবমুখী প্রশিক্ষন দেন। ওই সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, গণমাধ্যম কর্মী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগ