Type Here to Get Search Results !

নিয়ামতপুরে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নারী দিবস উদযাপন

নূরনবী হাসান, নিয়ামতপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের হেকস- ইপার'র আয়োজনে নারী দিবস উদযাপন করা হয় । বুধবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা ছাতড়া বাজারে র্্যালী নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাসকো ফাউন্ডেশনের অফিস কার্যালয়ে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চন্দননগর ইউনিয়নের উইম্যান প্লাট ফর্মের সভাপতি পলি রানীর সভাপতিত্বে ও প্রদীপ বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চন্দননগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দননগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসার আলী, চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমান, চন্দননগর ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হুদা, চন্দননগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রুমানা খাতুন । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আদিবাসী নেত্রী পারুল বারো, ইয়ুথ নেত্রী মমতা পাহান, রিভাইভ প্রকল্পের সিডিও আলফা বেগম, রিভাইভ প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর তোফাজ্জ্বল হোসেন, প্রজেক্ট অফিসার জনাব আনোয়ার হোসেন, উপজেলা অফিসার জনাব শামসুল হক, প্রকল্পের সিডিও রুবিয়া খাতুন, আফরুজা খাতুন, ফারুমা খাতুন, জয়দেব চন্দ্র , নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক আইনুল হক, সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নারীদের ক্ষমতায়নে রাষ্ট্রের দায়িত্বের পাশাপাশি সমাজ ও পরিবারকে বিশেষ গুরুত্ব প্রদান করেন।