শেখ সমশের আলী, পীরগঞ্জ, (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও - ৩ আসনে উপনির্বাচনে জাপার নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ কে সংবর্ধনা দিয়েছে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ১০ টায় ওই হাসপাতাল চত্বরে তাকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়। ওই সময় এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ, পীরগঞ্জ উপজেলা নির্বাহী মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও ডিএন ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ মোঃ ফয়জুল ইসলাম, বিভিন্ন জায়গা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিগণ, গনমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।