চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি'র কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত ইফতার মাহফিল উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রাকিব আহসান প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগ কেতকীবাড়ি ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি আবু আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ হারিস।
যুবলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোনা শাহ, ডোমার উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রোকনুজ্জামান রানা, চাঁন্দখানা জি.আর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জিয়াউল কবির জিয়া, ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম মহব্বত।
অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া, কেতকীবাড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ এবং ইউপি সদস্যগনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পূর্বে আলোচনা রাখেন কেতকীবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান।