Type Here to Get Search Results !

পীরগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা হয়। শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচীতে অংশ নেয়। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। পরিশেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন- সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, কামরেড নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জহিরুল হক, মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
বিভাগ