Type Here to Get Search Results !

প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার পরে গিয়েও পাওয়া যায়নি ৫ শিক্ষককে


এ রায়হান চৌধুরী রকি, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা এক প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টার পরে গিয়েও অনুপস্থিত পাওয়া গেছে ৫ শিক্ষককে। সোমবার সকালে বলরামপুর ইউনিয়নের চুচুলি বটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এমন অবস্থা। উপস্থিত দুইজন শিক্ষককে বাকী ৫শিক্ষকের কথা জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, উনারা এখনও আসেননি। সরকারি নিয়ম অনুযাযি অত্র বিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকাল চারটা পযন্ত উপস্থিত থাকার কথা থাকলেও দুইজন শিক্ষক ব্যতিত অন্য পাচজন শিক্ষক শিক্ষিকা দশ টা দশ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অভিভাবক সহ স্থানীয় জন সাধারনের কাছে জানা যায়,এমন করেই স্কুল চলে,শিক্ষক শিক্ষিকারা নিজের খেয়াল খুশি মত স্কুলে যাওয়া আসা করে বলে অভিযোগ করেন। আটোয়ারী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা সহকারী শিক্ষা কর্মকতা মোঃনজরুল ইসলাম কে ফোনে জানালে তিনি বলেন এমন অভিযোগ আমি ইতিপূর্বও পেয়েছি। এমন কি প্রধান শিক্ষকেও সাবধান করেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান জানান, আমি বিষয়টি জানতাম না। এখন যেহেতুজানলাম তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 


বিভাগ