চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের কারেঙ্গাতলী গ্রামের খয়রুল ইসলামের মেয়ে রেনু আক্তারকে তার স্বামী গোলাম মোস্তফা বুলু জবাই করে হত্যা করে।
দীর্ঘদিন অতিবাহিত হলেও আসামিকে ধরতে পারেনি পুলিশ। এরই প্রেক্ষিতে গত বছরের ২৮ ডিসেম্বর রেনুর পিতা খয়রুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবং গত ৭ ফেব্রুয়ারি রেনুর পিতা খয়রুল ইসলামসহ এলাকাবাসী চিলাহাটি সরকারি কলেজের সামনে একটি মানববন্ধন করে।
বিভিন্ন সামাজিক মাধ্যম এবং পত্র-পত্রিকায় প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। শুরু হয় বুলুকে খোঁজার চিরুনি অভিযান।
অবশেষে ডোমার সার্কেল সহকারি পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স দীর্ঘদিন আত্মগোপনে থাকা রেনুর পলাতক স্বামী গোলাম মোস্তফা বুলুকে মার্চ মাসের ২১ তারিখ রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা থেকে গ্রেপ্তার করেন।