Type Here to Get Search Results !

পীরগঞ্জে হত্যা মামলায় ইউ’পি সদস্য গ্রেফতার


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানায় দায়ের কৃত হত্যা মামলায় দিনাজপুর র‌্যাব - ১৩ কর্তৃপক্ষ এক ইউ’পি সদস্য কে গ্রেফতার করেছে। পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও গ্রামের জয়নদ্দীন কে সম্প্রতি মারপিট করে হত্যা করা হয়। এ ব্যাপারে সাজেদুর রহমান বাদী হয়ে তিন জনকে আসামী করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ৩, তারিখ- ০২/০৩/২০২৩ ইং। উক্ত মামলার ৩নং আসামী জাবরহাট ইউনিয়নের ইউ’পি সদস্য মোঃ শাহিন আলম ওরফে আলম মেম্বারকে বৃহস্পতিবার ভোর রাতে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা থেকে র‌্যাব - ১৩ কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে। শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাবুর আলী সরদার জানান, মামলাটি নিরপেক্ষ তদন্ত চলছে এবং অপর আসামীদের গ্রেফতারের জন্যে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
বিভাগ