শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানায় দায়ের কৃত হত্যা মামলায় দিনাজপুর র্যাব - ১৩ কর্তৃপক্ষ এক ইউ’পি সদস্য কে গ্রেফতার করেছে। পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও গ্রামের জয়নদ্দীন কে সম্প্রতি মারপিট করে হত্যা করা হয়। এ ব্যাপারে সাজেদুর রহমান বাদী হয়ে তিন জনকে আসামী করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ৩, তারিখ- ০২/০৩/২০২৩ ইং। উক্ত মামলার ৩নং আসামী জাবরহাট ইউনিয়নের ইউ’পি সদস্য মোঃ শাহিন আলম ওরফে আলম মেম্বারকে বৃহস্পতিবার ভোর রাতে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা থেকে র্যাব - ১৩ কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে। শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাবুর আলী সরদার জানান, মামলাটি নিরপেক্ষ তদন্ত চলছে এবং অপর আসামীদের গ্রেফতারের জন্যে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।