তরিকুল ইসলাম বাবু, চিলাহাটি ওয়েব : ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন চিলাহাটি ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আতাউর রহমান ও লিডার নূরে আলম সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন চিলাহাটি ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার দয়াল চন্দ্র, শাহরিয়ার ইসলাম, জাহাঙ্গীর ইসলাম, বোমকেশ চন্দ্র, চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন রাজুসহ শিক্ষকবৃন্দ।