Type Here to Get Search Results !

চিলাহাটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণ

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি সরকারি ডিগ্রী কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চিলাহাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে নবীন বরণ ও ক্রীয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ পরিচালনা কমিটির আয়বায়ক রশিদুল ইসলামের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি সরকারি কলেজের শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক কে এম রিয়াসাত উল মূলক (কৌশিক), চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মতিয়ার রহমান, যুবলীগ ভোগড়াবুড়ি ইউনিয়ন শাখার সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেলসহ চিলাহাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিলাহাটি সরকারি কলেজের বাংলা প্রভাষক স্বপন মিয়া ও রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক শাহানাজ আক্তার নাজ। নবীন বরণ অনুষ্ঠান শেষে খেলাধুলার বিজয়ী দের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।