শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ।। রবিবার সকালে পীরগঞ্জ জগথা রেলষ্টেশন এলাকা থেকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রানীশংকৈল উপজেলার রামরাই এলাকার আলাউদ্দিনের পুত্র মোঃ রানা (২৫) তার স্ত্রী ময়না বেগম (২১) ও আরিফুল ইসলাম এর স্ত্রী পারভীন আক্তার (২২) উক্ত ফেন্সিডিল গুলি অভিনব কায়দায় বহন করে ঢাকায় নিয়ে যাওয়ার জন্যে পীরগঞ্জ রেলষ্টেশন এলাকায় ট্রেনের জন্যে অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এসআই স্বপন কুমার রায় ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফেন্সিডিল সহ ওই ৩ জনকে গ্রেফতার করেন।
এই ব্যাপারে পীরগঞ্জ থানায় মাদক আইন মামলা হয়েছে এবং গ্রেফতার কৃতদের ঠাকুরগাঁও কারাগারে প্রেরণ করা হয়েছে।