Type Here to Get Search Results !

চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৩০) নামের এক মানষিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। রমজান আলী চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের নিজ ভোগডাবুরী গ্রামের দিনমজুর আনারুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষ্যদশিরা জানায়, আজ মঙ্গলবার ৩টার দিকে চিলাহাটি রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন। এসময় স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ওই ট্রেনের নিচে ঝাপ দেয় রমজান আলী।
রেলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল আজম বলেন- তিতুমীর ট্রেনে কাটা পড়ে যুবক নিহত হওয়ার সত্যতা স্বীকার করেন।