শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘উন্নয়ন ও সমৃদ্ধির আগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে ০২ জানুয়ারি ২০২৩ সোমবার পীরগঞ্জ উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃপক্ষ পীরগঞ্জ পৌর শহরে বর্ণাঢ্য র্যালী প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, পৌরসভা মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জেড.এ বাবুল, সাধারণ সম্পাদক এম.কে রানা প্রমুখ।