শেখ সমশের আলী, পীরগঞ্জ,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-৩ আসনের উপ নির্বাচনে ২১ বছর ধরে আওয়ামীলীগের নেতাদের নৌকা প্রতীক ও মনোনয়ন না দেওয়ায় সোমবার পীরগঞ্জ উপজেলায় হাজার হাজার নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় ১ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে জাতীয় সংসদ সদস্য নির্বাচনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা মূলত আওয়ামীলীগের দূর্গ ও নৌকার ঘাটি হিসেবে পরিচিত। স্বাধীনতার উত্তরকাল থেকে দুই উপজেলায় অনেক বার নৌকা প্রতীক পেয়ে প্রার্থীরা বিপুল ভোটে এমপি হয়েছেন। তাদের মধ্যে প্রয়াত ইকরামুল হক, প্রয়াত আলী আকবর, শহীদুল্লাহ শহীদ, প্রয়াত মকলেসুর রহমান, ইমদাদুল হক প্রমুখ। নৌকা প্রতীকে প্রার্থীরা বিজয়ী হয়ে আওয়ামীলীগ ও সকল অঙ্গ-সংগঠনকে অনেক শক্তিশালী করেছেন। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা থেকে আওয়ামীলীগের সাবেক এমপি পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক সহ পাঁচ প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। গতকাল রবিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এবারও আওয়ামীলীগের কোন প্রার্থীকে নৌকার মনোনয়ন দেয়নি। দিয়াছেন ওয়ার্কারস পার্টির অধ্যাপক ইয়াসিন আলীকে। এই খবর গতকাল রাতে পীরগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে, হাজার হাজার নেতা-কর্মীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। ২০০১ সালের পর থেকে এই উপজেলায় নৌকার কোন প্রার্থীকে সংসদ সদস্য নির্বাচনে নৌকার প্রতীক দিয়ে মনোনয়ন দেওয়া হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।