মাজহারুল ইসলাম লিটন,ডিমলা : নীলফামারীর ডিমলা উপজেলাকে শতভাগ তামাক চাষমুক্ত ঘোষনা উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে ডিমলা উপজেলাকে শতভাগ তামাক চাষ মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষনা করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার ওসি লাইছুর রহমান প্রমুখ।