শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি।। পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ দশটি ইউনিয়নে রবিবার বই উৎসব হয়েছে। নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, কিন্টার গার্ডেন স্কুল, এবতেদায়ি, দাখিল মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নিজ নিজ প্রতিষ্ঠানে নতুন বই বিতরন করেছে কর্তৃপক্ষ। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরন ও শিক্ষার্থীরা বই উৎসব করার সময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।