Type Here to Get Search Results !

পীরগঞ্জে কমবাইন হারভেষ্টার বিতরণ

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সোমবার বিকেলে কমবাইন হারভেষ্টার (কৃষি যন্ত্র) বিতরণ করা হয়েছে। চায়না থেকে আমদানিকৃত মেশিন দুটির মোট মূল্য- ৬১ লাখ ২০ হাজার টাকা। এই মেশিনের মাধ্যমে অল্প সময়ে ও কম খরচে কৃষক ধান ও গম কাটা, মাড়াই ও পরিস্কার করতে পারবে। কৃষি মন্ত্রণালয় মোট মূল্যের ৫০ ভাগ ভর্তুকির মাধ্যমে ভাকুড়া গ্রামের কৃষক মোঃ আকতারুল ইসলাম ও ৫নং সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া গ্রামের কৃষক পরকিত চন্দ্র রায় এর মাঝে ওই যন্ত্র দুটি বিতরণ করেন পীরগঞ্জ কৃষি অফিস কর্তৃপক্ষ। বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিক, সুবিধাভোগী, ও কৃষক উপস্থিত ছিলেন।
বিভাগ