আব্দুল্লাহ আল মামুন,ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়গাছা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট্য সমাজ সেবক আব্দুল হামিদ। এ নিয়ে ৩ বার তিনি ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন।
সোমবার দুপুরে ডোমার উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ সাফিউল ইসলামের কার্যালয়ে সভাপতি গঠনের লক্ষে সভা আহবান করা হয়। একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যরা অংশগ্রহন করেন। সভায় সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিশিষ্ট্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল হামিদকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়।
এর আগে ২৯ ডিসেম্বর বড়গাছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হন মোঃ মোস্তাফিজুর রহমান লেলিন,একরামুল হক, রতন চন্দ্র শর্মা ও অমুল্য রায়।
বড়গাছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন বলেন,২৯ ডিসেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচন শেষে ২ জানুয়ারী সোমবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলামের কার্যালয়ে সভাপতি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম জানান, সোমবার দুপুরে সভাপতি গঠনের লক্ষে সভায় ম্যানেজিং কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে আব্দুল হামিদের নাম প্রস্তাব করেন।আর কোন প্রার্থী না থাকায় আব্দুল হামিদকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়।