Type Here to Get Search Results !

খানসামায় বৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ জেঁকে বসেছে শীত। এই সময়ে উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে উষ্ণতার পরশ দিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৭জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে দুই শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান প্রমুখ।

বিভাগ