Type Here to Get Search Results !

পীরগঞ্জে ভোট কর্মকর্তাদের সাথে শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময়

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি : বুধবার পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ভোট কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনার সহ শীর্ষ কর্মকর্তারা মত বিনিময় সভা করেন। নির্বাচনকে সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিরপেক্ষ ও সততার সাথে দায়িত্ব পালন করার জন্যে আদেশ প্রদান করেন নির্বাচন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবীব খান। অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) মুহাঃ জাহাঙ্গীর হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকতা ও রিটার্নিং অফিসার জি.এম. সাহাতাব উদ্দীন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার জুলকার নাইম- স্টিভ, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তকদির আলী সরকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগ