Type Here to Get Search Results !

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত : আহত ২

শেখ সমশের আলী, পীরগঞ্জ, প্রতিনিধি : পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শনিবার দুপুরে সড়ক দূর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। ২ জন গুরুতর আহত হয়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই দিন ভেমটিয়া গ্রামের নজরুল ইসলাম (৩৫) পীরগঞ্জ - বীরগঞ্জ মহাসড়কের দক্ষিন পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে পীরগঞ্জ শহরে আসার সময় উক্ত বাসস্ট্যান্ড এলাকায় পৌছা মাত্রই শহরের ইট ব্যবসায়ী মোঃ শাহাজাহান আলীর ইট বহনকারী ট্রাক্টরের চালক নজরুল ইসলামের বাইসাইকেলে ধাক্কা দিয়ে তাকে পাকা সড়কের উপর ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে পীরগঞ্জ সরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সময় ট্রাক্টর চালক দ্রুত পালিয়ে যাওয়ার সময় একটি অটো চার্জার ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। ওই সময় ভ্যানগাড়িতে থাকা যাত্রী মোঃ আব্দুল ও খলিলুর রহমান গুরুতর আহত হয়। আহতরা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মিমাংসা করার জন্য কতিপয় মটর শ্রমিকের নেতারা উদ্দ্যোগ নিয়েছে।
বিভাগ