Type Here to Get Search Results !

চিলাহাটিতে ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত

হাসান রাব্বি,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ট্রেন ও ইঞ্জিলের মুখোমুখি সংঘর্ষে স্টেশন মাস্টারকে সামরিক দরখাস্ত করেছে। গত ১৮ই জানুয়ারি রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিলাহাটি রেলওয়ে স্টেশনে এসে ঘটনা তদন্ত করেন, এ সময় স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
উল্লেখ্য গত ১৮ জানুয়ারি সকালে খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। চিলাহাটি মেকানিক্যাল ডিপার্টমেন্ট (টিএক্সআর) রাতের মধ্যে রূপসা গাড়ি ও মিতালির লাইট ইঞ্জিন মেরামত করে চলাচলের উপযোগী করেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রূপস গাড়ির ইঞ্জিন মেরামতের কাজ চলছে।