নুরনবী হোসেন, নিয়ামতপুর প্রতিনিধি : আজ ১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস । ১৯৭২ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বন্দি শালা থেকে মুক্ত হয়ে তার স্বপ্নের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রত্যাবর্তন করেন
এই দিবসটিকে যথাযথ মর্যাদায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন পালন করছে ।
সকাল ১১ টায় দলীয় অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়,পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময়ে দলীয় অফিসে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সরকার কামাল আহমেদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহম্মদে, সহ-সভাপতি আইয়ুব হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সরকার সালেহ আহমেদ সজল, উপজেলা মহিলা লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদন নিশিরাজ বর্মন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জামশেদ, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর,
সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,
দপ্তর সম্পাদক সনজিত কুমার দাস,উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মাহবুবুল ইসলাম মাহমুদ,মাহাদি হাসান পায়েল, উপজেলা রসুলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ন কোবির, সাধারণ সম্পাদক রাজু, কৃষক লীগের আহবায়ক অবিনাশ চন্দ্র মহন্ত,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ হাসান প্রমূখ্য।
নিয়ামতপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
1/10/2023 06:02:00 PM
বিভাগ