Type Here to Get Search Results !

আগামী জুনে চিলাহাটি-মংলা পর্যন্ত রেলপথ বিশ্ব রুট হিসেবে ব্যবহৃত হবে

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : রেলপথমন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছরের জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগি করা হবে। এরফলে চিলাহাটি থেকে মংলা পর্যন্ত যাত্রী ও পণ্য পরিবহণে ভারত, নেপাল ছাড়াও ভুটান এই পথ ব্যবহার করতে হবে। এছাড়া আন্তর্জাতিক মানের একটি রেলস্টেশন তৈরিতে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যা দ্রুত দৃশ্যমান হবে। আজ দুপুরে ১৪ কোটি টাকা ব্যয়ে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শণ শেষে সাংবাদিককদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রেলপথমন্ত্রী। তিনি বলেন, রেলপথকে যুগোপযোগি এবং আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে রেলপথ উন্নয়নের কাজ। এরআগে চিলাহাটি রেলস্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শণ শেষে স্থানীয় জমির মালিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম ছাড়াও রেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।