শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে ঘন কুয়াশা সহ শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শীত নিবারনে অনেকেই তৈরি করছেন নতুন লেপ তোষক। ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পৌর এলাকা সহ উপজেলার ১০টি ইউনিয়নে শতাধিক লেপ তোষকের দোকান ও প্রায় ৭শ কারিগর রয়েছে। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত লেপ তৈরির কাজ করছেন কারিগররা। প্রতি কারিগর দৈনিক ৮শ থেকে ১৫শ টাকা পর্যন্ত উপার্জন করে থাকে। এদের মধ্যে অনেকেই আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছে। মঙ্গলবার পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠ সংলগ্ন লেপ তোষকের কারিগর সোহেল, নাজমুল ও রফিক জানায় ৬ জন কারিগর মিলে প্রতিদিন গড়ে ১২০টি লেপ তোষক তৈরি করে থাকি। বর্তমান আমরা প্রায় ১ হাজার থেকে ১২শ টাকা পর্যন্ত দৈনিক ইনকাম করি। বর্তমানে আমরা অনেক ভালো আছি। বর্তমানে পৌরসভার অনেক দোকানের মালিক ও শ্রমিক মিলে লেপ তোষক তৈরি করার পাশাপাশি সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছে। চলতি মৌসুমে ৪-৫ হাত লেপের দাম ১৩শ থেকে ১৫শ টাকা এবং ৫-৬ হাত লেপের দাম ১৬শ থেকে ১৮শ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন জিনিস পত্রের দাম গত বছরের তুলনায় কিছুটা বেড়ে যাওয়ায় প্রতি লেপ তোষক এ বছর কিছুটা বেশি দরে বিক্রি করছি। তার পরেও ক্রেতাদের চাহিদার কমতি নেই। চলতি বছরের ডিসেম্বর, জানুয়ারী ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত কারিগররা লেপ তোষক সেলাই করবেন বলে জানা গেছে।