Type Here to Get Search Results !

১৬ ডিসেম্বর


 

 

 

 

  

 

॥ সুলতানা ফিরদৌসী ॥
এই দিনটা আসলেই বাঙালির হৃদয় দুলে উঠে
আবেগ আর প্রেম, মননে সঞ্চার হয় কোলাহল
হিম স্বপ্নগুলো উঠোন জুড়ে আলোকিত হয়।
নরম মানুষগুলো শক্তিশালী মরুর ক্যাকটাস
যেন লকলকে হাতিয়ার হয়ে ত্রাসে রূপান্তর হয়
শপথ করে বিভিন্ন  অঙ্গীকারের।
মুছে দিবে লোলুপ দৃষ্টিকে, বেশুমার ফসলে
ঘর ভর্তি করবো।শান্তি ছড়িয়ে দেবো বাংলায়
শহীদ মিনারে ফুলের বাগিচা তৈরী করবো
বৈশাখী উৎসবে হায়েনাদের প্রবেশ নিষিদ্ধ  
পঞ্চাশ পূর্ণ এই দেশের জন্য গর্বিত আমি
শ্রদ্ধায় অবনত শেখ মুজিবের  প্রতি, কথা বলা
নিজের পতাকা নিজের দেশের মালিক আমরা
ভালোবাসি খুব বেশি ভালোবাসি প্রিয় দেশ
বাংলাদেশ, জয় বাংলা জয় বাংলা।
বিজয় দিবসের মূল্যবোধে জাগ্রতে আমরা।

বিভাগ