Type Here to Get Search Results !

পীরগঞ্জে আম বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামে একটি আম বাগান থেকে সুজন নামে এক যুবকের ঝুলন্ত লাশ সোমবার উদ্ধার করেছে পুলিশ। সুজন উপজেলার মালগাঁও গ্রামের শামসুল হকের ছেলে।
নিহত সুজনের বাবা শামসুল হক জানান, একদিন আগে আমার ছেলে সুজন নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পরের দিন তার মা আলিয়া বেগম বাড়ির পশ্চিম পার্শ্বে আম বাগানের একটি ঘরে তার ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী কে খবর দেয় এবং কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমি আইনের কাছে বিচার চাই।
এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ