শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল ও শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ি কেজি স্কুল মাঠে শীত বস্ত্র বিতরণ করা হয়। বনুয়াপাড়া আদর্শ মানব কল্যাণ সংস্থার অর্থায়নে ১শ ৫০ জন দরিদ্র মানুষের মাঝে উন্নত মানের কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়।
বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীল আলম, সংস্থার প্রতিষ্ঠাতা সেনা সদস্য খাজির উদ্দীন হাসান, ৭নং হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা জুয়েল রানা,ইউপি সদস্য বেলাল হোসেন,মহিলা ইউপি সদস্য ঝর্না রাণী রায়, গনমাধ্যম কর্মী জাকির হোসেন, শেখ সমশের আলী, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন। হতদরিদ্র মানুষেরা প্রচন্ড শীত এ বিনা মূল্য কম্বল পেয়ে এলাকার বেসরকারি সংস্থা মানবকল্যাণ এর নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছেন।