শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘ক্রিড়াই শান্তির সমাবেশ, শেখ হাসিনার ধারাবারিক উন্নয়নে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে অনুসরন করে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর খেলা সোমবার সমাপ্ত হয়েছে। ঠাকুরগাঁও স্পোটিং ক্লাব বনাম জয়পুরহাট স্পোটিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও স্পোটিং ক্লাব ৩ গোল ও জয়পুরহাট স্পোটিং ক্লাব ১ গোল দিয়েছে। ঠাকুরগাঁও স্পোটিং ক্লাব ২ গোলে বিজয়ী হয়েছেন। এই খেলা উপলক্ষ্যে জেলা ও উপজেলার বরেন্য ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক পানি সম্পদ মন্ত্রি ঠাকুরগাঁও সদর আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশি, সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, টুর্নামেন্ট আহবায়ক ও সাবেক পৌর মেয়র কশিরুল আলম, সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক, পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্রলীগের জি.এস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ। জেলা, উপজেলা ও গ্রাম পর্র্র্র্র্র্র্যায় থেকে হাজার হাজার উৎসুক জনতা পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে খেলার আনন্দ ও বেদনা উপভোগ করেন।