চিলাহাটি ওয়েব,ঢাকা অফিস : ফরিদপুর সরকারি রাজেন্দ্রপুর কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ফরিপুর সাইক্লিষ্ট কমিউনিটি’র সদস্য দীর্ঘ ২৩৭ কিলোমিটার পথ পায়ে সাইকেল চালিয়ে পাঁচ শিক্ষার্থী শনিবার শেষ বিকালে সাগরকন্যা কুয়াকাটায় এসে পৌঁছেছে।
এর আগে শহরকে যানজট মুক্ত, শরীরকে রোগ মুক্ত, সাইকেল সবচেয়ে উপযুক্ত” শ্লোগানকে সামনে রেখে এই পাঁচ শিক্ষার্থী শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ফরিদপুর সদর থেকে রওনা করেন।
এদের মধ্যে একজন সাইক্লিষ্ট বায়জিত বলেন, কুয়াকাটা পর্যন্ত সাইকেল চালিয়ে যাবেন এটা তাদের স্বপ্ন ছিল। তাই তারা সাইকেল নিয়ে বেড়িয়ে পরেন। দীর্ঘ ২৩৭ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে কুয়াকাটায় এসেছেন। পথিমধ্যে বরিশাল কিছুটা সময় বিরতি নিতে হয়েছে। এর পর তারা সরাসরি কুয়াকাটায় এসে পৌঁছায়। রাতে কুয়াকাটায় অবস্থান শেষে রবিবার ফের ফরিপুরের উদ্যেশে যাত্রা করবেন বলে তিনি জানিয়েছেন।
দীর্ঘ ২৩৭ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে পাঁচ শিক্ষার্থী কুয়াকাটায়
12/24/2022 09:44:00 PM
বিভাগ