Type Here to Get Search Results !

পীরগঞ্জে কাল্‌ব এর বার্ষিক সাধারন সভা

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্‌ব) এর ১৫ তম বার্ষিক সাধারন সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এই সংস্থার সাধারন সভা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের প্রায় ১০০০ শিক্ষক (সদস্য) উপস্থিত ছিলেন। কাল্‌ব সংস্থাটি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে বলে আলোচকরা সভায় জানায়। সাধারন সভার কার্যাবলির মধ্যে এসএসসি জিপিএ ফাইভ প্রাপ্ত ৩৪ জন পরীক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান, নিজস্ব জমিতে ভবন নির্মাণ অনুমোদন প্রসঙ্গ, সদস্যদের মাঝে লভ্যাংশ প্রদান ও অনুমোদন করা সহ বিশটি সিদ্ধান্ত বা কার্যাবলী বাস্তবায়ন করার জন্য উদ্যেগ নিয়েছে কাল্ব কর্তৃপক্ষ। এছাড়া আলোচনা সভা, রেফেল ড্র সহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরন ও শিক্ষকদের মধ্যে নগদ টাকা বিতরন করা হয়। সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্‌ব লিঃ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা সীমা, কাল্ব এর উর্দ্ধতন কর্মকর্তা জিল্লুর রহমান, পীরগঞ্জ উপজেলা কাল্‌ব এর চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, সাধারন সম্পাদক মোঃ নুরুল আমিন, জেলা সমবায় কর্মকর্তা এ.কে.এম জাহাঙ্গীর আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হক, জাহিরুল হক, আফজাল হোসেন, আব্দুস সালাম, মাসুদ হাসান সরদার, কায়সার হোসেন, ইসাহাক আলী, এলিজা বেগম, মীর জাহাঙ্গীর আলম, সীমানা আক্তার, রানু আরা পারভীন, ইসমরাইল হোসেন, সুভাস চন্দ্র সিংহ, মিঃ বিকাশ চন্দ্র রায় সহ সংস্থার সহাস্রধীক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বিভাগ