মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উপশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ৬হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৩ হাজার ৪০০ প্রত্যেক কৃষকের মাঝে উপশি জাতের ২ কেজি করে ধান বীজ ও ৩ হাজার ৪০০ কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে হাইব্রীড ধান বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিনামূল্যে বিতরন করেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন সরকার, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।