Type Here to Get Search Results !

চিলাহাটি মুক্ত দিবস আজ

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : চিলাহাটি হানাদার মুক্ত দিবস আজ ৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে উত্তরের সীমান্ত জেলা নীলফামারীর চিলাহাটি হানাদার মুক্ত হয়। এরপর পর্যায়ক্রমে সেখান থেকে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে ছড়িয়ে পড়ে জেলাজুড়ে।
সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি পালন করবে চিলাহাটির ভোগড়াবুড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। দিবসটি পালন উপলক্ষে ভোগডাবুড়ী ও কেতকীবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানা কর্মসূচি হাতে নিয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, চিলাহাটি মুক্তকরণের অগ্রসৈনিক, বীরাঙ্গনা, শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সংস্কৃতিক অনুষ্ঠান।