সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হককে দলীয় ও নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবীতে বুধবার পূর্ব চৌরাস্তায় উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীরা মানববন্ধন করেছে। পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধুর মুর্যালের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামীলীগ এর আয়োজন করেন। পৌর এলাকা সহ ১০টি ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার আওয়ামীলীগ নারী কর্মী মানববন্ধনে অংশ নেয়। উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মোছাঃ দেলোয়ারা খাতুন মানববন্ধনে নেতৃত্ব দেন।
মানববন্ধনে বক্তরা জানান পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় বিএনপি’র সংসদ সদস্য জাহিদুর রহমান দলীয় সিদ্ধান্ত মোতাবেক পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। ২০২৩ সালের পহেলা ফেব্রুয়ারি পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা মিলে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের শুন্য পদটির উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা থেকে আওয়ামীলীগের বিভিন্ন নেতারা কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয়ে নৌকার মনোনয়ন পাওয়ার জন্যে দৌড়ঝাপ শুরু করেছেন। ২ উপজেলায় আওয়ামীলীগের প্রার্থীদের মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক সবচেয়ে গ্রহণ যোগ্য, জনপ্রিয় ও জনগণের আস্তাভাজন প্রার্থী বলে বক্তরা মানববন্ধনে জানান। এছাড়া ১৯৯৬ সালে বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। পাশাপাশি দলকে সু-সংগঠিত করে দলের প্রিয় পাত্র ও অভিভাবক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ইতি পূর্বে ঠাকুরগাঁও-৩ আসনে দুই বার দলীয় মনোনয়ন পেয়েও দলের স্বার্থে তিনি তা ছেড়ে দিয়েছেন। পীরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ ইমদাদুল হককে ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের যাদুকর, দেশরত্ন, মানবতার মা শেখ হাসিনার কাছে জোর দাবী জানিয়েছেন।