আজ মঙ্গলবার সন্ধ্যায় চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুর-সংগীত নিকেতনের সভাপতি মোবাশ্বেরুজ্জামান বাবু'র সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানমুন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আজাদুল হক প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি এ.কে. এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া, সুর-সংগীত নিকেতনের পরিচালক মাহাবুবুল হক মাহবুব প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাজ্জাদুল ইসলাম মিলন। উক্ত অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।