Type Here to Get Search Results !

লালমনিরহাটে বিয়ের ২০ দিন পর বিদ্যুৎস্পর্শে তরুণের মৃত্যু

ছবি : সংগৃহীত 

চিলাহাটি ওয়েব ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার নায়েব আলীর ছেলে আশরাফুল ইসলাম (২০)। জানা গেছে, বুধবার সকালে রাস্তার পাশে ভেঙে যাওয়া বিদ্যুতের বাঁশের খুঁটি মেরামতের চেষ্টা করে আশরাফুল। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়লে বিদ্যুৎস্পর্শ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মজিবর রহমান জানান, আশরাফুল ২০ দিন আগে বিয়ে করেছেন। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।