Type Here to Get Search Results !

ফেসবুক ইনস্টাগ্রামে আসছে নতুন নিয়ম

চিলাহাটি ওয়েব, প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের ঘটনা দিনকে দিন বাড়ছেই। এই সাইবার বুলিং ঠেকাতে এবার ফেসবুক ইনস্টাগ্রামে আসছে নতুন নিয়ম।
মেটা মালিকানাধীন দুই অঙ্গ প্রতিষ্ঠান ফেসবুক ও ইনস্টাগ্রাম তাই আরও কড়াকড়ি হচ্ছে। ফলে এখানে কোনো প্রাপ্ত বয়স্ক ব্যবহারকারীরা ১৬ বছরের নীচের ব্যবহারকারীদের মেসেজ পাঠাতে পারবে না। 
এছাড়া ফেসবুক-ইনস্টাগ্রাম আরও কয়েকটি আপডেট এনেছে।
 
চলুন একনজরে দেখা দেখে নিই- 
* কারা কারা আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে, সে বিষয়ে আপডেট আনা হয়েছে। আপনি যেসব পেজ, ব্যক্তিদের ফলো করেন সেগুলো কারা কারা দেখতে পারবে-সেখানে আপডেট আনা হয়েছে।
 
* আপনার প্রোফাইলে আপনি যেসব পোস্টে ট্যাগ আছেন সেগুলো কারা দেখতে পাবে, সেখানে আপডেট আনা হয়েছে।
 
* আপনাকে ট্যাগ করেছে এমন পোস্ট আপনার প্রোফাইলে প্রদর্শিত হওয়ার আগে সেগুলি রিভিউ করা হবে।
 
* এছাড়াও মেটা তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, যাদের বছর ১৬-১৮ বছরের নিচে তাদের জন্য কয়েকটি নিরাপত্তা ফিচার আনা হয়েছে। প্রাপ্ত বয়স্কদের সন্দেহজনক বা ক্ষতিকর মেসেজ তাদের নিরাপদ রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
* এর পাশাপাশি মেটা আরও একটি নতুন ফিচারের পরীক্ষা করছে। যেখানে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে মেসেজ অপশনটি সরিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে কিছু সন্দেহজনক প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী যারা তাদের ফ্রেন্ডলিস্টে নেই তারা মেসেজ পাঠাতে পারবে না।