শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় গত ৪ দিন ধরে রাতে প্রচন্ড শীতে মানুষ কাপছে। অথচ ভ্রাম্যমান শীত বস্ত্র দোকান গুলোতে ক্রেতা শুন্য হয়ে পড়েছে। পৌর এলাকা সহ উপজেলা ১০টি ইউনিয়নের হাট বাজার গুলোতে প্রায় শতাধিক শীত বস্ত্র বিক্রেতা রয়েছে। অনেকেই ধার মহাজন করে, এনজিও থেকে ঋণ নিয়ে ও চড়াও সুদে টাকা নিয়ে পর্যাপ্ত শীত বস্ত্র মজুদ করেছে। এখনও পর্যন্ত গ্রাহকের দেখা না পাওয়ায় এবং সন্তোষজনক শীত বস্ত্র বিক্রয় না হওয়ায় মৌসুমী শীত বস্ত্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। পৌর শহরের পশ্চিম চৌরাস্তায় রেল লাইন সংলগ্ন ভ্রাম্যমান শীত বস্ত্র বিক্রেতা আব্দুস সোবহান, রফিকুল ইসলাম, জনাব আলী, পীরগঞ্জ বাজার ঢাকাইয়া পট্টি শীত বস্ত্র ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, ফজলুল হক, মোঃ শাহীন, কুলসুম বেগম সহ বেশ কয়েকটি ভ্রাম্যমান দোকানে রবিবার সকাল ১১টায় তাদের শীত বস্ত্র বিক্রয় দোকান গুলোতে ক্রেতা খুজে পাওয়া যায়নি। ফলে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছে। এক দিকে পুরাতন গরম কাপড়ের দাম গত বছরের তুলনায় অনেক বেশী হওয়ায় অনেক ক্রেতারা চাহিদা অনুযায়ী শীত বস্ত্র কিনতে পারছে না। অপর দিকে পুরাতন কাপড়ের জ্যাকেট, সুইটার, কম্বল, পাজামা, টুপি, মুজা সহ সব ধরনের শীত বস্ত্রের দাম প্রায় দ্বিগুন হয়ে গেছে। ফলে নি¤œ আয়ের মানুষ শীত বস্ত্র কিনতে হিমসিম খাচ্ছে।