Type Here to Get Search Results !

বাজেট প্রণয়নের দাবিতে চিলাহাটিতে র‍্যালী, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

রবিউল ইসলাম, ষ্টাফ রির্পোটার, চিলাহাটি ওয়েব : জনমূখী ও গণতান্ত্রিক জাতীয় বাজেট প্রণয়নের দাবিতে দেশব্যাপি জনমত তৈরির অংশ হিসেবে নারী মু্িক্ত লোককেন্দ্র, মানবিক উন্নয়ন লোককেন্দ্র, প্রত্যাশা লোককেন্দ্র ও সমাজ উন্নয়ন লোককেন্দ্রের উদ্যোগে নীলফামারী জেলার চিলাহাটিতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল র‍্যালী, মানববন্ধন, স্বারকলিপি প্রদান ও আলোচনা সভা । গত ২৫ জুন বিকালে সমাজ উন্নয়ন লোককেন্দ্র চিলাহাটিতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে।
র‍্যালী ও মানববন্ধন শেষে মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডোমার উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া, ১নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, ইউ পি সদস্যবৃন্দ, মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় ২০০ শতাধিক নারী-পুরুষ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় শেষে জনমূখী ও গণতান্ত্রিক জাতীয় বাজেট প্রণয়নের দাবিতে উপজেলার এর নিকট স্বারকলিপি প্রদান করা হয়।