Type Here to Get Search Results !

চিলাহাটিতে দাদন ব্যবসায়ীর কাছে ৩০ হাজার পরিবার জিম্মি

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে একটি পরিবার দীর্ঘ দিন থেকে দাদন ব্যবসা করে আসছিল বলে সংবাদ পাওয়া গেছে।
জানা গেছে, কেতকীবাড়ী ইউপির হাজীপাড়া গ্রামের এক প্রভাবশালী হাজী পরিবারের সদ্যসরা দেশ স্বাধীনের পর থেকেই এই দাদন ব্যবসা শুরু করে। দাদন ব্যবসার জালে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকসহ প্রায় ৩০ হাজার পরিবার ঐ ব্যবসায়ীর কাছে জিম্মি হয়েছেন এবং টাকার সুদ দিতে দিতে অনেক পরিবার নিঃস্ব হয়েছে। অপরদিকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ঐ দাদন ব্যবসায়ীরা শতকোটি টাকার মালিক হয়েছেন।
বর্তমানে ঐ ব্যবসায়ীরা ভূয়া এনজিও খুলে প্রতি পরিবারের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার পর্যন্ত দ্বিগুন সুদ দেওয়ার প্রতিশুতি দিয়ে টাকা জমা নিচ্ছে বলে জানা গেছে। তারা এ পর্যন্ত ২ কোটি টাকার মতো জমা নিয়েছেন। বিশেষ করে ডোমার উপজেলার যে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ক্যাশিয়ারদের সাথে দাদন ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে।
প্রতি মাসে শিক্ষকদের বেতনের পূর্বেই এই দাদন ব্যবসায়ীরা শিক্ষকদের স্বাক্ষরিত চেক গুলো ব্যাংক ক্যাশিয়রের হাতে তুলে দেন। ব্যাংকের ক্যাশিয়ার সেই টাকা তুলে তাদেও কমিশন রাখর পর সেই টাকা দাদন ব্যবসায়দের হাতে তুলে দেন।
লেন-দেনের ব্যাপারে ঐ দাদন ব্যবসায়ীরা শিক্ষকদের কাছে সাদা স্টাম্পে স্বাক্ষর নিয়ে ৫০ হাজার থেকে ১ কোটি টাকা পর্যন্ত প্রদান করেন। কোটি কোটি টাকার ব্যবসা করেও ৪২ বছরে সরকারের কোষাগারে একটি টাকাও রাজস্ব দেয়নি এই দাদন ব্যবসায়ীরা। এদিকে এই দাদন ব্যবসা আড়াল করার জন্য অন্যান্য ব্যবসাও করছে তারা।