আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : স্বাধীনতার ৪২ বছর পর বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলে ১৬ ডিসেম্বর বিজয় দিবস-২০১২ উৎযাপন করেন ছিট মহল সমন্নয় কমিটি’।
চিলাহাটি ও দেবীগঞ্জের বালাপাড়া খাগড়াবাড়ী ও কোট ভাজনী ছিটমহলে প্রায় দুইহাজার নারী-পুরুষ সকাল ৮টায় বাংলাদেশের পতাকা উঠিয়ে বিজয় দিবসের কর্মসূচী ঘোষনা করেন। সারাদিন খেলাধুলা আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বালাপাড়া ছিটমহল সমন্বয় কমিটির সদস্য কবির হোসেন বাবলু সভাপতিত্বে আরও বক্তব্য করেন সফিকুল হক কাজল সমন্বয় কমিটির সহ-সভাপতি আলতাফুর রহমান,সদস্য আরিফুল হক রিজু আবুল কালাম।
আলোচনা সভায় বক্তারা বলেন যে- স্বাধীনতার ৪২ বছর পরেও অবহেলিত ও মানবেতর জীবন যাপন করছি। শিক্ষা দীক্ষা সেবা ও নাগরিক অধিকার থেকে আমরা বঞ্চিত।
বক্তারা ছিটমহল বিনিময় স্বমন্নয় কমিটির সঙ্গে একাত্বতা প্রকাশ করেন ও যতদিন ছিটমহল বিনিময় হবেনা ততদিন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।